• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘আমাদের মেধাও কম নয়’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০১৬, ০১:১০ পিএম
‘আমাদের মেধাও কম নয়’

আমাদের দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মেধাও বিশ্বের কোনো দেশের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, আরেকজনের ভালো আমরা সহ্য করতে পারি না। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই পুরস্কার দেয়া হলো একটি ভালো উদ্যোগ। যা কাজে উন্নতি বাড়াবে।

তিনি বলেন, যে সরকারি কর্মকর্তা-কর্মচারী পদক নিলেন এটি তাদের মেধা, সৃষ্টিশীলতার মূল্যায়ন বলে মনে করি। তবে আমরা অনেকেই মনে করি, বিসিএস পাস করে সরকারি কর্মীরা মেধাহীন, তারা কিছু পারেন না! এই ভ্রান্ত ধারণা আমাদের সৃষ্টি হয়ে গেছে। তবে বিশ্বের কোনো দেশের চেয়ে আমাদের কর্মীদের মেধা কম নয়।

এ সময় সৈয়দ আশরাফ এমন একটি আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর উৎসাহের কথা উল্লেখ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রশাসন পদক-২০১৬’তে জাতীয় ও মাঠ পর্যায়ে যথাক্রমে ১৩ ও ১৭ জনকে পুরস্কার দেয়া হলো|

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!