• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরির হার পুনঃনির্ধারণ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২২, ০৩:৩৯ পিএম
দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরির হার পুনঃনির্ধারণ

ঢাকা: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দৈনিক ভিত্তিক মজুরিতে নিয়োজিত শ্রমিকের দৈনিক মজুরির হার পুনঃনির্ধারণ করেছে সরকার।

বুধবার (৩ আগস্ট) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নিম্নবর্ণিত পদবি অনুযায়ী মজুরি পুনঃনির্ধারণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত দক্ষ শ্রমিক উপসহকারী প্রকৌশলী/ ড্রাফটসম্যান/ কম্পিউটার অপারেটর/ ডাটাএন্ট্রি অপারেটর/ গাড়ী চালক/ লিফটম্যান/জেনারেটর অপারেটর/ গ্লামার /ইলেকট্রিশিয়ানদের মজুরি ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬০০ টাকা, বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৫৭৫ টাকা এবং জেলা ও উপজেলায় ৫৫০ টাকা (মাসিক ২৬ দিনের অধিক হবে না)।

অনিয়মিত অদক্ষ শ্রমিক অফিস/হিসাব সহকারী স্টোর কিপার/ সুপারভাইজার/অফিস সহায়ক/মালী/ গার্ড/সুইপার/খাড়নার/ক্লিনারদের ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৫৭৫ টাকা, বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ৫৫০ টাকা এবং জেলা ও উপজেলায় ৫০০ টাকা (মাসিক ২২ দিনের অধিক হবে না)।

এ ব্যয় পরিচালন বাজেটের মজুরি ও বরাদ্দের দাবিসমূহের পরিচালন কোড নং-১২৫০৩০১-১০৯৯৭২-৩২১১১০৯ বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আওতাধীন পরিচালন বাজেটে বরাদ্দকৃত অর্থ হতে মিটানো হবে।
দৈনিক ভিত্তিক পুনঃনির্ধারণকৃত শ্রমিক মজুরির হার ০১/০৭/২০২২ তারিখ থেকে কার্যকর হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!