• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

প্রশাসনের ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:২২ পিএম
প্রশাসনের ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি

ঢাকা: সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক ১২ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (৯ম গ্রেড) করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় অধিশাখা হতে এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব নাঈমা হোসেন। 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- 
বিনাশ চন্দ্রন গান চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয়।
বেগম মাহিনুর খাতুন, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়।
বেগম মরিয়ম বেগম, ব্যক্তিগত কর্মকর্তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মোঃ মোজাম্মেল হক খান, ব্যক্তিগত কর্মকর্তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়।
বেগম আকলিমা বেগম, ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মোঃ খায়রুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, পানি সম্পদ মন্ত্রণালয়।
মহিদুল ইসলাম খান, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ।
জোনায়েদ হোসেন শেখ, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ। (বর্তমানে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমন সার্ভিস ও প্রটোকল অফিসার হিসেবে কর্মরত)।
মোঃ মজিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ।
মোঃ আব্দুল আলীম, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ।
মোঃ সাহেব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগ।
মোঃ শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!