• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেনেশুনে রাশিয়া এমন করবে আশা করিনি: পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২৩, ০৪:১৬ পিএম
জেনেশুনে রাশিয়া এমন করবে আশা করিনি: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: জেনেশুনে রাশিয়া নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠাবে এমন আশা করিনি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের কাছে তাজ্জব লেগেছে যে, নিষেধাজ্ঞা আছে এমন জাহাজের নাম পরিবর্তন করে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠাবে। আমরা আশা করি, রাশিয়া এখন নিষেধাজ্ঞা নেই এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে।’ 
রোববার (২২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি- তাদের যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা আছে, সেগুলো ছাড়া অন্য যেকোনো জাহাজে পণ্য পাঠাতে পারে। নিষেধাজ্ঞা আছে, এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না।’

উল্লেখ্য, ‘উরসা মেজর’ নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর আগে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায় যে ওই জাহাজ আসলে ‘উরসা মেজর’ নয়, সেটা মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা ৩ এ’ জাহাজ। রং ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজে করে পণ্য আসছে—এটি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সেটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়। বর্তমানে জাহাজটি চীনের একটি বন্দরের উদ্দেশে অগ্রসর হচ্ছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!