• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী জাপান


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৩, ০৫:২৩ পিএম
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী জাপান

ঢাকা: বাংলাদেশে আরও অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহী জাপান।ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি একথা জানিয়েছেন।

সোমবার (২২ মে) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

পরে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেন জাপানের রাষ্ট্রদূত। জাপান বাংলাদেশে আরও অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলে তিনি জানান।

বৈঠকে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্রগতি তাতে জাপানের সাথে আমাদের ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

এ সময় অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!