• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দিনের সফরে ঢাকা আসছেন চীনের ভাইস মিনিস্টার


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৩, ১২:৫৭ পিএম
দুই দিনের সফরে ঢাকা আসছেন চীনের ভাইস মিনিস্টার

ঢাকা : চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং দুই দিনের সফরে আগামী শুক্রবার (২৬ মে) ঢাকায় আসছেন।

পরদিন শনিবার (২৭ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এর বাহিরেও মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে জানা যায়।

সুন ওয়েইডংয়ের এই সফর হবে চলতি বছর চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তৃতীয় সফর। সুন ওয়েইডংয়ের সফরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পরিসরে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।

মূলত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। বিশেষ করে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-জিডিআই) বাংলাদেশের যুক্ততার বিষয়ে আলোচনা হতে পারে।

দ্বিপক্ষীয় এসব বিষয়ের পাশাপাশি চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে পরিস্থিতি নিয়েও দুই দেশের পররাষ্ট্রসচিবরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!