• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকারি কর্মচারিদের মহাসমাবেশ স্থগিত 


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২৩, ০৯:৪৪ পিএম
সরকারি কর্মচারিদের মহাসমাবেশ স্থগিত 

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব ঘোষিত শুক্রবারের (২৬ মে) মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। এদিন সকাল ১০টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করার কথা ছিলো। 

বৃহস্পতিবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় দাবি আদায় ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঐক্য পরিষদের সমন্বয়ক মো. ওয়ারেছ আলী।সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়রুল ইসলাম তোতা।

মূখ্য সমন্বয়কসহ সমন্বয়কবৃন্দ বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নিম্নবর্ণিত ৭ দফা দাবী বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!