• ঢাকা
  • শনিবার, ০৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধান বিচারপ্রতির সঙ্গে সিইসির বৈঠক


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৩, ০৩:০৬ পিএম
প্রধান বিচারপ্রতির সঙ্গে সিইসির বৈঠক

ঢাকা : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ১টা ২৫ থেকে ২টা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেরিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি আমাদের শপথ পড়িয়েছিলেন। আমিও দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। তিনি (প্রধান বিচারপতি) কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এটা শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এবং নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!