• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সব দলের আন্তরিকতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৩, ০৪:১৪ পিএম
সব দলের আন্তরিকতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : সব দলের আন্তরিকতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেসের সঙ্গে  এই বৈঠক শুরু হয়।  

এর আগে, চার দিনের সফরে ঢাকায় এসে দুই মার্কিন কংগ্রেসম্যান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রেও বসবেন দুই কংগ্রেসম্যান।

এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আগামীকাল সোমবার (১৪ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবেন এই দুই কংগ্রেসম্যান।

সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এমটিআই

 

Wordbridge School
Link copied!