• ঢাকা
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:০৮ পিএম
সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কে এম আব্দুস সালাম। সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।  

চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) তাকে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।

আইএ

Wordbridge School