• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ আজ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১০:২১ এএম
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ আজ

ঢাকা: দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতি বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। গত ১২ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন আইনসচিব মো. গোলাম সারওয়ার। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এমএসএস ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬

সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ওবায়দুল হাসান। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তিনি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে অনেক সাংবিধানিক মোকদ্দমা পরিচালনা করেন।

ওবায়দুল হাসান ২০০৯ সালের ৩০ জুন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২০১২ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সদস্য হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকদের বয়স ৬৭ বছরের বেশি হলে আর সে পদে থাকার সুযোগ নেই। সে হিসেবে ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৬৭ বছর পূর্ণ করে গতকাল অবসরে যান।

এমএস

Wordbridge School
Link copied!