• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন পিটার হাস


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৮:২৩ এএম
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন পিটার হাস

ঢাকা: নিজের ও দূতাবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের টকশো ‘মুক্তবাক’-এ অংশ নিয়ে এ শঙ্কার কথা জানান তিনি।

পিটার হাস বলেন, ‘আমি শুধু আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই। সেই সঙ্গে দূতাবাসসহ যারা সেখানে কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

বাংলাদেশের ওপর দেওয়া ভিসানীতির ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অবাধ, সুষ্ঠু এবং

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালিত হচ্ছে। প্রভাবমুক্তভাবে বিচারকার্য চলছে কি না।’

মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে দেশটির তিনি বলেন, ‘এটি কোনো স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়।’

কত জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, ‘কতজনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই মার্কিন ভিসানীতির প্রয়োগ।’

অপর প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এই ভিসানীতি প্রয়োগ করছে নিরপেক্ষভাবে। কারেও পক্ষে কিংবা কারেও বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দলের, নাকি বিরোধীদলে, তারা সরকারের পক্ষে নাকি বিপক্ষে। তারা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্য এমনকি বিচার বিভাগের কেউ হতে পারেন। সংবাদমাধ্যমও এর আওতায় পড়তে পারে। এসব কিছুই নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের ওপর।’  

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ইস্যুতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে চা দোকানের মানুষও চায় সুষ্ঠু অবাধ নির্বাচন। সবাই যখন একই জিনিস চাইছে তখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার বাস্তবায়ন করা। সবাই তার দায়িত্ব যথাযথভাবে পকরছে কি না।’  
এমএস

Wordbridge School
Link copied!