• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এবার ভোট দিতে পারবেন না যারা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:০৬ পিএম
এবার ভোট দিতে পারবেন না যারা

ঢাকা : ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্ম নেয়া কোনো বাংলাদেশি আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হলেও এবার ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনে কর্মরতরা।

এনআইডি বা জাতীয় পরিচয়পত্র থাকলেই দেয়া যাবে না ভোট। শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকা নাগরিকরাই এবার ভোট দিতে পারবেন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, ১৬-১৭ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয় নির্বাচন কমিশন। কিন্তু তারা ভোটার নন। ভোট দিতে হলে অবশ্যই নাগরিকের আঠারো বা এর বেশি বয়সী হতে হবে।

এছাড়া ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্ম নেয়া কোনো বাংলাদেশি আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হলেও এবার ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনে কর্মরতরা।

এমটিআই

Wordbridge School
Link copied!