• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০২৪, ১১:৩৬ এএম
বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি

ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ঢাকা-৮ আসনের বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৩ ঘন্টায় ভোট পড়েছে ৪০টির মতো। রোববার (০৭ জানুয়ারি) বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রিজাইডিং কর্মকর্তা শাহনেওয়াজ হক জানান, সকালে ধীরে ধীরে ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি। সুষ্ঠ ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভোটার আরও বাড়বে বলে আশা করা যায়।

জানা যায়, বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩১ জন, নারী ভোটার ৪৩২ জন। তবে সকাল থেকে পুরুষ ভোটার থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। পুরুষ কক্ষে ব্যালট বাক্সে একটি ভোট দেখা গেছে।

এআর

Wordbridge School
Link copied!