• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬ মহাপরিচালকের দপ্তর বদল


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৮:০০ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬ মহাপরিচালকের দপ্তর বদল

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় মহাপরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমকে রাষ্ট্রাচার বিভাগের প্রধান করা হয়েছে। একই সঙ্গে তিনি অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব হি‌সে‌বে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌বেন।

রাষ্ট্রচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (গবেষণা) দায়িত্ব থাকা তারেক আহমেদকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ওয়াহিদা আহমেদকে বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে।

বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক সঞ্চিতা হককে গবেষণা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।  

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রাহাত বিন জামানকে জাতিসংঘ অনুবিভাগের  মহাপরিচালক করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!