ফাইল ছবি
ঢাকা: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ ১১ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল তিনজনে।
শারমিন বেগমের মৃত্যুর তথ্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।
গৃহবধূ শারমিন বেগম শরীয়তপুর জেলার পালেরচর ইউনিয়নের আব্দুল আলী সিকদারের মেয়ে। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিনের স্বামী সুমন রহমান (৩০) ও বোন শিউলি আক্তার (৩২)।
এ ঘটনায় দগ্ধ অপর আটজন এখনও চিকিৎসাধীন। তারা হলেন—সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ ব্যাপারীর বাড়ির ভাড়াটিয়া সুমনের বাসায় তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসেন। রাতে উৎসবমুখর পরিবেশে পিঠা তৈরির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ ১১ জন দগ্ধ হন।
এসআই







































