• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ১২, ২০২৫, ০৯:১৫ পিএম
নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিয়েছেন।

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা দলগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং গণসংহতি আন্দোলন।

বুধবার (১২ মার্চ) ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানায়, বৈঠকগুলোতে দেশটির রাষ্ট্রদূত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশে রাজনৈতিক সংলাপের ওপর জোর দেন।

ফ্রান্স বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার করতে এবং বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ম্যারি মাসদুপুই।

আইএ

Wordbridge School
Link copied!