• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ০৯:৪৫ এএম
আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: দু’দিনের সরকারি সফরে আজ সোমবার (৫ মে) ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সফরকালে তিনি অবৈধ অভিবাসন ও নিরাপত্তাসংক্রান্ত নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এই সফরে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধ নিয়ে মূল আলোচনা হবে। পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেওয়া এবং পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।

সফরের প্রথম দিনে আজ বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পিয়ান্তেদোসি। সন্ধ্যায় ইতালির দূতাবাস আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।

আগামীকাল মঙ্গলবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তিনি। সফরের শেষ দিন মঙ্গলবার বিকেলে মাত্তেও পিয়ান্তেদোসির ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বহু বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন। অনেক সময় নৌকাডুবিতে মৃত্যুর ঘটনাও ঘটছে। ইতালি সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের বৈধ পথে প্রবেশ নিশ্চিত করতে জোর দেওয়া হচ্ছে। এই সফরে বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে ইতালিতে কর্মসংস্থানের জন্য বহু বাংলাদেশি অপেক্ষমাণ রয়েছেন ভিসার জন্য। কিন্তু অনেক আবেদনকারী ভুয়া নথিপত্র জমা দেওয়ায় যাচাই-বাছাই জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইতালি। ফলে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে ভিসা প্রক্রিয়ায়। ধারণা করা হচ্ছে, এই সফরে ভিসা ইস্যুটিও গুরুত্ব পাবে।

উল্লেখ্য, গত বছর ইতালির মন্ত্রিসভা ‘নিরাপদ দেশ’ হিসেবে ১৭টি দেশের তালিকা প্রকাশ করে, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। ইতালির অভিবাসন আইন ২০০৮-এর ২৮ ধারার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, ‘নিরাপদ দেশ’ থেকে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন, তাদের আশ্রয় বা থাকার অনুমতি দেওয়া হবে না বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!