• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৫, ০৯:১৯ এএম
ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

ফাইল ছবি

ঢাকা: ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা এক দিনে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় গরম কিছুটা কম অনুভূত হতে পারে। এ ছাড়া রাজধানীতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই।

সকাল ৬টার রেকর্ড অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এর আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় অধিদপ্তর।

আবহাওয়া অফিস থেকে রবিবার রাতের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে এসব আবহাওয়া বৈশিষ্ট্য দেখা যেতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা পরিবর্তন সম্পর্কিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে, তবে দেশের বাকি অংশে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশেই প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ, পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

এসআই

Wordbridge School
Link copied!