• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  মে ২১, ২০২৫, ০৩:০৫ পিএম
বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ তোফাজ্জল হোসেন (৪৫) মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

বুধবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচ ডি ইউ) মারা যান তিনি।

তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল এইচডিতে মারা যান তোফাজ্জল হোসেন মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে তার চার বছরের শিশু তানজিলা ও স্ত্রী মঞ্জুরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পাঁচ জনের মধ্যে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তোফাজ্জল হোসেন ও  দম্পতির দুই মেয়ে শিশু মিথিলা ৬০ শতাংশ ও শিশু তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আইএ

Wordbridge School
Link copied!