• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম


নিজস্ব প্রতিবেদক:  মে ২১, ২০২৫, ০৮:৩৪ পিএম
নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন।

এর আগে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্বে কাকে দেওয়া যেতে পারে, তা নিয়ে দুই সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। সরকার সিদ্ধান্ত না বদলালে দুএক দিনের মধ্যে পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

উল্লেখ্য, পররাষ্ট্র সচিব জসীম নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আইএ

Wordbridge School
Link copied!