• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারা দেশে পেট্রলপাম্প বন্ধের কর্মসূচি স্থগিত


নিজস্ব প্রতিবেদক:  মে ২৫, ২০২৫, ০২:২৭ পিএম
সারা দেশে পেট্রলপাম্প বন্ধের কর্মসূচি স্থগিত

ঢাকা: জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ সারা দেশে তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে।

অন্যান্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবে বলেও জানান পেট্রলপাম্প মালিক সমিতির নেতারা।

রোবাবর (২৫ মে) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কার্যালয়ে বিপিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা পর এসব সিদ্ধান্ত হয়।

জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ সাত দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

দুপুর ২টা পর্যন্ত পেট্রলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিপিসি।

আইএ

Wordbridge School
Link copied!