ফাইল ছবি
ঢাকা: আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়ে পাহাড়ের ওপরে, ঢালে, পাদদেশে ও নিচে বসবাসকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এই অনুরোধ জানান।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের বরাত দিয়ে জেলা প্রশাসক জানান, বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তিনি জানান, এ সময় বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে বিধায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে প্রয়োজনে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআই







































