• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বরিশাল-২ আসনের এমপি প্রার্থী মান্নানের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৫, ০৮:৫৭ পিএম
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বরিশাল-২ আসনের এমপি প্রার্থী মান্নানের

ছবি: সোনালীনিউজ

“ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক সমাজ গঠনই আমার লক্ষ্য”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, “মানবতার মুক্তির জন্য জামায়াতের বিকল্প নেই। ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ গঠনই আমাদের লক্ষ্য। দলমত নির্বিশেষে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করব।”

ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদত, পৌর জামায়াতের আমির হাফেজ মো. কাওসার হোসেনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলহাজ্ব মান্নান বলেন, “আমি মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সরকারি বরাদ্দে সুষম বণ্টন, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “একটি মানবিক ও কল্যাণমুখী বরিশাল গড়তে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

নির্বাচনী ইশতেহারে তাঁর ঘোষিত অঙ্গীকারসমূহের মধ্যে রয়েছে- ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও মাদক রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যসেবায় উন্নতি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা, নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন এবং বানারীপাড়া-উজিরপুর পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর।

শেষে মাস্টার মান্নান বলেন, “জনগণের ভোটই আমার শক্তি। ইনসাফ ও মানবতার ভিত্তিতে এক নতুন বরিশাল গড়তে আমি জনগণের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠান শেষে দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসএইচ

Wordbridge School
Link copied!