• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমরণ অনশনে এমপিও শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৫, ০৪:০৮ পিএম
আমরণ অনশনে এমপিও শিক্ষকরা

ছবি : সংগৃহীত

ঢাকা: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা অমরণ অনশন শুরু করেন।

এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরো বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের প্রতিনিধিদলের বৈঠক হয়। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পিএস

Wordbridge School
Link copied!