• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় তিতলি: ১৯ জেলার সরকারি চাকুরেদের ছুটি বাতিল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৮, ০১:৫২ পিএম
ঘূর্ণিঝড় তিতলি: ১৯ জেলার সরকারি চাকুরেদের ছুটি বাতিল

ঢাকা: ঘূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে ঘূর্ণিঝড়টি সকালে ভারতের আঘাত হেনেছে। আমাদের এখানে আঘাত হানার আশঙ্কা ছিল। ঘূর্ণিঝড় তিতলির কারণে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পর্যাপ্ত ত্রাণও মজুদ রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!