ফাইল ছবি
ঢাকা: হাসপাতালে করোনার উচ্চ ঝুঁকি থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তাকে বাসায় নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান তিনি।এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় উল্লেখ করে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর তাগিদ দেন ডা. সিদ্দিকী।
এর আগে খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন। সেসব কারণে এই সিদ্ধান্ত।
সোনালীনিউজ/আইএ
আপনার মতামত লিখুন :