• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী


রাজশাহী ব্যুরো জানুয়ারি ২৯, ২০২৩, ১১:৪৮ এএম
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহী: এক দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান। 

হেলিপ্যাডে নামার পর পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সঙ্গে ছিলেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বিকেল ৩টার দিকে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে রাজশাহীর ৩১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজশাহীর এইজনসভা শেষ করে বিকেলে প্রধানমন্ত্রী আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!