ঢাকা: ডিএমপি কার্যালয়ের গেট থেকে এক আইনজীবীসহ জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধিদলকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ডিএমপি পুলিশ।
জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।
সোনালীনিউজ/এম
আপনার মতামত লিখুন :