• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘মির্জা ফখরুল অপরাধ করলে তাকে জেলে যেতে হবে’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৩, ১২:৩৭ পিএম
‘মির্জা ফখরুল অপরাধ করলে তাকে জেলে যেতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তাকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘হাজারো নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছে। এক দেড় মাসের মধ্যে হয়ত আমাকেও জেলে যেতে হতে পারে।’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না, উনি কোনো অপরাধ করেছেন কি না। তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’

ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি এবং ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে সকাল সোয়া ১০টায় তিনি আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার উদ্দেশে রওনা করেন।

এমএস

Wordbridge School
Link copied!