• ঢাকা
  • শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রদলের সাত নেতার পদ স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৩, ১০:২০ পিএম
ছাত্রদলের সাত নেতার পদ স্থগিত

ঢাকা : দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় ছাত্রদলের সাত নেতার পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদ উল ইসলাম তানজীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকেও চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত নেতার পদ সাময়িক স্থগিত করা হলো। 

এতে আরও বলা হয়, পরবর্তী কর্মসূচিগুলোতে আপনাদের উপস্থিতি বা সহযোগিতা পর্যবেক্ষণপূর্বক যদি তা গ্রহণযোগ্য এবং সন্তোষজনক হয় তবে পুনরায় স্বপদে বহাল করা হবে। অন্যথায় স্থায়ীভাবে পদ স্থগিত করা হবে। 

পদ স্থগিত হওয়া সাত নেতা হলেন- নিউ মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো.ইব্রাহিম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফিহান মাহদিয়াল আলম, খিলগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজহাউল করিম সুজন, হাজারীবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল্লাহ সিদ্দিক রাশেদ, হাজারীবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিল ইসলাম সরকার, নিউমার্কেট থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রায়হান, মতিঝিল থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ।

এমটিআই

Wordbridge School
Link copied!