• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৪, ০৬:৫২ পিএম
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

নীলফামারী: নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। এ কারণেই বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জলঢাকা পৌরসভার উপনির্বাচনে রেলইঞ্জিন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৮ এপ্রিল রোববার ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা মোহাম্মদ আলী।

সম্প্রতি দলীয় নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেওয়ায় বেশ কজন নেতাকে বহিষ্কার করে বিএনপি। 

আইএ

Wordbridge School
Link copied!