• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিরোজা থেকে ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক:  মে ১০, ২০২৫, ০৯:৩৩ পিএম
ফিরোজা থেকে ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন। শনিবার (১০ মে) রাতে গুলশান-২ নম্বরে ছোট ভাইয়ের বাসায় যান খালেদা জিয়া। সেখানে তিনি একটা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শমতো পূর্ণ বিশ্রামে আছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।

মঙ্গলবার দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরেন এবং সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে খালেদা জিয়াকে দেখতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ছাড়া তেমন কেউ বাসায় যাননি। তিনি ঘনিষ্ঠজনদের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।

আইএ

Wordbridge School
Link copied!