ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অন্দোলন আপাতত স্থগিত করেছেন। তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে তিনি এ ঘোষণা করেন।
এর অগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে এখনি রাজপথ ছাড়বেন না তারা। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন।
তবে জনগণের ভোগান্তি লাগবে সড়ক ছেড়ে দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের পর অন্দোলন আপাতত স্থগিত করেছেন ইশরাক।
মির্জা ফখরুল বলেছেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে।এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয়। ‘আমি মনে করি যে, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর এই বিষয়টাকে সেভাবে সড়ক অবরোধ করে না রেখে… আশা করার যায় যে সরকারের সুমতি হবে… তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন।
নেতা-কর্মী-সমর্থকরা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
আইএ