• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৮৪ বছর বয়সে অভিমান মানায় না, প্রধান উপদেষ্টাকে দুদু


নিজস্ব প্রতিবেদক:  মে ২৫, ২০২৫, ০৬:১০ পিএম
৮৪ বছর বয়সে অভিমান মানায় না, প্রধান উপদেষ্টাকে দুদু

ঢাকা: ‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি।’

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার (২৫ মে) ‘রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এ বিএনপি নেতা বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ-অভিমান দেখালেন।’

সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকে নাহিদ জানান, ‘প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।’ তিনি বলেন,  ‘আমি যদি কাজ করতে না পারি...যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।  আমি তো এভাবে কাজ করতে পারব না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে।

পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।  এরপরই ড. ই্‌উনূসের পদত্যাগ নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটে। 

আইএ 

Wordbridge School
Link copied!