• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের ঈদের নামাজ আদায়  


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০২৫, ০৬:৩২ পিএম
লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের ঈদের নামাজ আদায়  

ঢাকা: বাংলাদেশে ঈদুল আজহা আগামীকাল হলেও বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা।

এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঈদের নামাজ আদায় করেছেন যুক্তরাজ্যের লন্ডনে।

বর্তমানে লন্ডনে অবস্থান করায় সেখানের একটি স্থানীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


 
ঈদের নামাজ আদায়ের সময় তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। ঈদ জামাতে অংশ নিতে বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

একই জামাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান।

এআর

Wordbridge School
Link copied!