ঢাকা: বাংলাদেশে ঈদুল আজহা আগামীকাল হলেও বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা।
এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঈদের নামাজ আদায় করেছেন যুক্তরাজ্যের লন্ডনে।
বর্তমানে লন্ডনে অবস্থান করায় সেখানের একটি স্থানীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
একই জামাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
এআর







































