• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই সনদ মানলে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন: হেলাল উদ্দিন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪১ পিএম
জুলাই সনদ মানলে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন: হেলাল উদ্দিন

সংগৃহীত ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা উচিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ যদি জুলাই সনদের পক্ষে ভোট দেয়, তবে সনদ বাস্তবায়িত হবে। বিপক্ষে ভোট দিলে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি থাকবে না। জামায়াতে ইসলামীর সকল আন্দোলন ও সংগ্রাম জনগণের জন্য, তাই জনগণের যেকোনো মতামত তারা মেনে নেবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানার উদ্যোগে ঢাকা-৮ নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ অভিযানের সময় বক্স কালভার্ট রোডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন। তিনি ৫ দফা দাবি হিসেবে তুলে ধরেন—জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করা।

সভায় উপস্থিত ছিলেন পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কয়েকশ জন সমর্থক। পথসভা শেষে নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন মার্কেট, দোকান ও পথচারীদের মধ্যে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করেন।

এর আগে শহীদ আবরার ফাহাদ হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হেলাল উদ্দিন বলেন, আবরার ফাহাদের হত্যাকারীরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। হত্যাকাণ্ডের সময় আবরার ফাহাদ মৃত্যুর আগে পানি চাইলে তাকে দেওয়া হয়েছিল অবৈধভাবে। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের নামাজের প্রতি আহ্বান করায় আবরার ফাহাদকে হত্যা করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আধিপত্য প্রতিরোধ আন্দোলনের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমান, জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হুসাইন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ’র চিফ কো-অর্ডিনেটর হারুনুর রশিদ খান, বাংলাদেশ নেজামে পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক, জুলাই যোদ্ধা নজরুল ইসলাম মজুমদার ও আল আমিন রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসএইচ

Wordbridge School
Link copied!