ছবি : সংগৃহীত
ঢাকা: আগামী নভেম্বরে গণভোট চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের পাশাপাশি আমরা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও ইসিকে প্রস্তুতি রাখতে বলেছি।
জামায়াতের এই নেতা বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন এ নিয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হলে সমস্যা সৃষ্টি হবে কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়। একসাথে দুই ব্যালটে দুই পদ্ধতির ভোট হওয়া অযৌক্তিক।
গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই উল্লেখ করে মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই গণভোট করা সম্ভব-এ কথা উল্লেখ করে জামায়াতের এ নেতা আরও বলেন, একইদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হলে আমও যাবে ছালাও যাবে।
তাই নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে।
পিএস







































