• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইসলামী আন্দোলনের লংমার্চ পণ্ড


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৬, ০১:৪৪ পিএম
ইসলামী আন্দোলনের লংমার্চ পণ্ড

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন আহুত কর্মসূচিতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। রোববার (১৮ ডিসেম্বর) ছিল তাদের মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি।

দলের কর্মীরা যাত্রাবাড়িতে পুলিশি বাধার মুখে পড়ে। এ কারণে লংমার্চ করতে না পেরে দলটি পল্টনে সমাবেশ করছে।

রবিবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ির কাজলা ফ্লাইওভারের নিচে দলটির নেতা কর্মীরা জড়ো হয়। সেখানে পুলিশি বাধার মুখে পড়ে তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘লংমার্চে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের আমির মুফতি রেজাউল করিম।’

তিনি বলেন, ‘পুলিশ আমাদের দলের কাউকে দাঁড়াতে দেয়নি। গাড়ির চাবিও ছিনিয়ে নিয়েছে। শনিবার ডিএমপি কমিশনার প্রেসক্লাবে না করে কাঁচপুর থেকে লংমার্চ শুরু করতে বলেছিলেন। কিন্তু আজ তারা বাধা দিচ্ছে।’

ডিএমপির ওয়ারি জোনের উপকমিশনার ফরিদ উদ্দিন বলেন, ‘লং মার্চের কোনও অনুমতি ছিল না। যে কারণে আমরা তাদের পথে আটকে দিয়েছি।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!