ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বাস চলাচল কমে গেছে। ফলে নগরীর পথে পথে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। এদিন শহরের অনেক রাস্তাই ফাঁকা দেখা গেছে।
জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘আজ বিএনপির বিক্ষোভ রয়েছে। এ ছাড়া আগামী শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। তাই অনেকে ভয়ে গাড়ি বের করছেন না।’
পরিবহন শ্রমিকরা জানান, বিভিন্ন কোম্পানির অর্ধেক বাস নেমেছে। বিকেল থেকে যানবাহন চলাচল আরও কমতে পারে।
সোনালীনিউজ/এম







































