• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্ত শেষে মকবুলের মরদেহ হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২২, ০৯:২২ পিএম
ময়নাতদন্ত শেষে মকবুলের মরদেহ হস্তান্তর

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত মকবুল হোসেনের (৪৩) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মকবুল হোসেনের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করা ডা. প্রভাষক সোহেলী মঞ্জুরী তন্বীকে সাংবাদিকরা বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে আমার স্যার জানাবেন।

তবে মর্গ সূত্রে জানা যায়, নিহতের শরীর থেকে বেশ কিছু স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে।

নিহতের বড় ভাই নূর হোসেন বলেন, মিরপুরের কালশী এলাকায় ভাইয়ের জানাজা হবে। এরপর কালশী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরি বলেন, মরদেহটির ময়নাতদন্ত শেষ হয়েছে। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মিরপুরে তার বাসায় নিয়ে যাওয়া হবে। পরে জানাজা শেষে কালশী কবরস্থানে দাফন করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!