• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
টানা ১০ দিন শীর্ষে

দূষিত শহরে আজও শীর্ষে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২৩, ১১:৫৩ এএম
দূষিত শহরে আজও শীর্ষে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

ঢাকা : বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রাজধানী ঢাকা।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ২৯১ রেকর্ড করা হয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ তালিকায় ১৯১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের করাচি; ১৮৯ নিয়ে তৃতীয় মিয়ানমারের ইয়াঙ্গুন। এরপর চতুর্থ স্থানে থাকা চীনের চেংদুর স্কোর ১৭৮ এবং পঞ্চম স্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার সারায়েভোর স্কোর ১৭৬।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!