ঢাকা: রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় শান্ত সুমন নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শান্ত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ নেতা রকিব সরকার ও মাহির সঙ্গে গুলশানের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন শান্ত। কোরিয়ানা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শান্ত যখন গুলশান অ্যাভিনিউয়ের প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন, তখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাইক্রোবাস মোটরসাইকেল আরোহী শান্ত সুমনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।
ওসি আরও জানান, মাইক্রোবাসচালক আবদুল কুদ্দুস পুলিশ হেফাজতে রয়েছেন।
সোনালীনিউজ/এম







































