• ঢাকা
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৯:২২ পিএম
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার কিছুক্ষণ আগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আইএ 

Wordbridge School