• ঢাকা
  • শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

এনএসআই’র সাবেক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৫:৪০ পিএম
এনএসআই’র সাবেক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কম্পিউটার অপারেটর মনির হোসেনের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর পাড় ডগাই এলাকার বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, মনির হোসেন এনএসআইয়ের কম্পিউটার অপারেটর ছিলেন। ২০২০ সালে তিনি এনএসআইয়ের চাকরি ছেড়ে দেন। বর্তমানে তিনি একটি কম্পিউটার দোকান দিয়ে কাজ করছেন। তিনি তার খালাতো বোন আরিফা আক্তারের সঙ্গে ১৫/৩ পাড় ডগাই মোমেনবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি প্রতিবন্ধী হওয়ায় এখন পর্যন্ত বিয়ে করেননি। 
‘প্রাথমিকভাবে আমরা তার মৃত্যুর কোনো কারণ জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আইএ 

Wordbridge School
Link copied!