• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মরদেহ রাতেই হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৪, ০৮:২২ এএম
বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মরদেহ রাতেই হস্তান্তর

ঢাকা : রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় ৪৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এমনটি জানান আইজিপি। 

আইজিপি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।

পুলিশ থেকে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসক থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশের কাছে শনাক্ত মরদেহ পৌঁছে দেওয়ার পর পুলিশ নিহতের পরিবারের কাছে রাতেই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এমটিআই

Wordbridge School
Link copied!