• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন 


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৪, ০৫:৫১ পিএম
দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন 

ঢাকা: রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে (কড়াইল) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘন্টা জ্বলার পর রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লেগেছে বলে জানতে পারে ফায়ার সার্ভিস।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ইফতারের আগে সড়কে প্রচণ্ড যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে ইউনিটগুলোর।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানান, ইফতারের আগে সড়কে প্রচণ্ড জ্যামের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সড়কে পুলিশসহ অন্যরা দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি বের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহনা হক সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

আইএ

Wordbridge School
Link copied!