• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেম করে বিয়ে, ৩ মাস না যেতেই গৃহবধূর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৪, ০৭:০৯ পিএম
প্রেম করে বিয়ে, ৩ মাস না যেতেই গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ওয়ারীর নারিন্দায় মারিয়া উলফা সাফিকা (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে ওয়ারীর নারিন্দা দক্ষিণ মুসন্দির একটি বাসার ৮ তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মারিয়া পুরান ঢাকার বংশালের মৃত কামাল উদ্দিনের মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে মারিয়া ছোট। মারিয়ার স্বামীর নাম ফারাবি আহমেদ সায়মন। সায়মন ওয়ারি এলাকায় একটি কাপড়ের দোকানের সেলসম্যানের কাজ করেন।

সায়মন বলেন, ‘গত বছর ডিসেম্বরের ৩ তারিখে মারিয়ার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে মারিয়ার পরিবার আমাদের মেনে নেয়নি। বিয়ের পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করেছে। আজ সকালে আমি কাজে বের হই। দুপুরে খবর পাই মারিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সায়মন আরও বলেন, ‘মারিয়া সব সময় তার মা-বাবার ছবি দেখে কান্নাকাটি করত।

গতকাল রাতে অনেক কান্নাকাটি করেছে, আমি তাকে অনেক বুঝিয়ে সকালে কাজে বের হয়েছিলাম।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

এমএস

Wordbridge School
Link copied!