• ঢাকা
  • রবিবার, ০৯ জুন, ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গুলিস্তানে দুই বাসের চাপায় বই বিক্রেতা শিশু হকার নিহত


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ৪, ২০২৪, ০৯:০৪ পিএম
গুলিস্তানে দুই বাসের চাপায় বই বিক্রেতা শিশু হকার নিহত

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে দুই বাসের ফাঁকে পড়ে মো. সুমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু পেশায় হকার। সে বাসে বাসে ঘুরে বই বিক্রি করতো।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টা দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশু সুমন শেরপুরের নকলা উপজেলার পাইকশা গ্রামের আব্দুস সামাদের সন্তান। বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ভাসমান অবস্থায় থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!