• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৪, ০২:২৬ পিএম
ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ঢাকা: রাজধানীর শিশু হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রেজাউল সবুজ জানান, শুক্রবার দুপুর একটা ৩৭টি মিনিটে আগুনের খবর আসে। বর্তমানে ওই আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রচণ্ড গরমের কারণে শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। 
 
আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
 
সাধারণ রোগীরা জানান, গত কয়েকদিন ধরেই ছোট ছোট আগুন দেখতে পাচ্ছিলেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

এআর

Wordbridge School
Link copied!